কালো পঁচিশের আলো।। মাঈন উদ্দিন জাহেদ।। পুবাকাশ
সব কালো কালো নয়, কিছু কিছু কালো ভালো হয়ে আসে;
যেভাবে পিশাচের মতো কালো হয়ে এসে পঁচিশে মার্চ-
আলো হয়ে গেলো আমাদের রক্ত তুলিতে একাত্তরে ।
কতো মানুষ অহরহ মরছেতো দিনে ও রাতে,
মূল্যহীন জীবনে ভাত-নুন যোগাতে যোগাতে ।
পথে ঘাটে বাটে আমাদের জলপাই রঙ অন্ধকারে
মরে পড়ে ভূত হয়ে আছে কতো তনু ও অ-তনু;
তাদের জন্য কালো আর আলো হয়ে আসেনা তো আর।
পঁচিশে মার্চ রাতের কালো কালো জমাট বাঁধা রক্তগুলো
যেভাবে আলোর বন্যা হয়ে সবুজে এঁকে ছিলো
বাংলাদেশের মানচিত্র- সীমা ও পরিসীমা;
আরো এক পঁচিশে মার্চ এসে রক্তজলে যদি ধুয়ে যায়
এই বদ্বীপের সমস্ত পাপ-তাপ-সন্ত্বাপ চির গ্লানিমা;
অন্তত মুক্তি পেতো শহীদের রক্তে কেনা এ পবিত্র জমিন-
বেগানা বেহায়া বেশরম পেশী ও রতি নৃত্য গরিমা।
তনুরা তখন বেহেস্তের পাখি হয়ে এ বাঙ্গাল মুলুকে
জীবনানন্দ শালিক হয়ে ডানা ছড়াতো রৌদ্রঝলকে।