সুবর্ণ জয়ন্তী ।। আবু জাফর সিকদার।। পুবাকাশ

বয়স পঞ্চাশ পূর্ণ হলো আজ তোমার!
কত রঙিন সাজে সেজেছো তুমি
তোমার ভৈরবীরাগ অনুরাগে
সোনার কাঁকন আর নুপুরের নিক্কণ
দশদিগন্তে বেজে উঠছে ঐ
ভরে উঠেছে আজ তোমার অতিথিশালা
বঙ্গভবন লাল গালিচা মোড়া
সংসদভবন থেকে গণভবন
প্রতিটি এভিনিউ, অলিগলি, রাজপথ হাসছে আজ আলোর ঝলকানিতে
সুউচ্চ ইমারতগুলোতে ফুলঝুরি আয়োজন।

মৃত্যু বিভীষিকার নয় মাস পেরিয়ে
পাঁচ দশক ধরে
হাঁটছি কেবল কানাগলির
পথে পথে।

আমি আজ দাঁড়িয়ে আছি
অজস্র না পাওয়া প্রতিশ্রুতির ভীড়ে
একটি লাল সবুজ পতাকা হাতে
তোমার সুবর্ণ জয়ন্তীর
এই মহেন্দ্রলগনে।

গণতন্ত্র
মুক্তি
স্বাধীনতা
সাম্য ও ন্যায় বিচার
মানবিক মর্যদার কথা আজ
নতুন করে কী আর বলবো !

যুদ্ধ শুরুর কথা তুমি জানো,
যুদ্ধ জয়ের কথাও তোমার জানা।
একুশে,ঊনসত্তর, একাত্তর…
সাতই মার্চ, পঁচিশের কালোরাত
কালুরঘাট বেতার কেন্দ্র,
ষোলশহরের প্রথম প্রতিরোধ যুদ্ধ,
আম্রকাননের বৈদ্যনাথ তলা
সবই তো তোমার অঙ্গসৌষ্ঠবে
জড়িয়ে আছে।

রক্তস্রোতে ভাসতে ভাসতে একাত্তরের ষোল ডিসেম্বর এলো
বিজয়ের উল্লাসে
মুক্ত আকাশে উড়িয়ে দিলাম
তোমার লাল সবুজের আঁচল।

নাগরিক কোলাহলের ভিড়ে
ছোট্ট বদ্বীপ,
পদ্মা, মেঘনা, যমুনার জলে
বিধৌত পলি;
তোমার পবিত্র ভূমি জুড়ে
আজও শকুনি শ্যেনদৃষ্টি লোলুপ।

তোমার প্রতি কণা মৃত্তিকার কসম,
কসম জন্মধাত্রী মায়ের
এই স্বর্ণালি পঞ্চাশে ,
বজ্র নিনাদে
দীপ্ত শপথ
এখানে কেবল তোমার আঁচলই উড়বে!
পালিয়ে যাবে শকুন।

অযুত সহস্র বছর পরও
দেখে নিও
কেবল এখানে তোমার আঁচলই উড়বে!

ঘুমঘর।ঢাকা। ০৯ চৈত্র ১৪২৭। ২৩ মার্চ ২০২১।।

আবু জাফর সিকদার : কবি ও প্রাবন্ধিক। 

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন