দুটি ছড়া ।। মুহাম্মদ ইউসুফ
১. অর্থরোগী ভয়ংকর
আমার আছে
কোটি টাকা
আমার আরও
কোটি চাই !
লোভ-বাতাসের
ঘূর্ণিঝড়ে
উড়ছে প্রবল
বিবেক-ছাই !
চাইতে চাইতে
যায় বেলা
ভয়ংকর এই
লোভ-খেলা !
লোভের ক্ষুধা
সাপ অজগর
অর্থরোগী
কে সারায় ?
অন্ধকারে
দ্রুতলয়ে
নরক-পথে
পা বাড়ায় !
টাকা পালায়
বৈদেশে
মুঠি মুঠি
হাজার কোটি
লক্ষ কোটি
পাচার !
লুটেরাদের
শেষ ভরসা
বাঁচার !
হিসাব চাই
সম্পদের !
হিসাব দিলেই
ফাঁস হবে …
বাঁশ কঞ্চি
ঘাস হবে !
অর্থরোগী
টাকার চাকর !
বিষপিঁপড়া
পোকামাকড় !
করছে সমাজ নষ্ট !
সত্য অতি পষ্ট !
ভাল্লাগে না
ভাল্লাগে না
ভাল্লাগে না
কিচ্ছু !
কিলবিলিয়ে
উঠছে ফুঁসেদু
র্নীতি-সাপ
বিচ্ছু !
২. বৈষম্য
তুমি থাক
এসি-তে
আমি থাকি
হাত-পাখায় !
উন্নয়নের
সূচক বাড়ে
শুভঙ্করের
রাফ খাতায় !
উন্নয়নের ধবনিতে
স্বর মিলে না
সুর মিলে না
আমজনতার গণিতে !
আমরা গরীব
থাকবো বেঁচে
করবো সেবা
সব ধনীর !
আমার পাতে
খুদ-কুঁড়া আর
ধনীর পাতে
ক্ষীর-পনির !
মুহাম্মদ ইউসুফ : কবি।