কবিতা
দূরত্ব।। নেজাম উদ্দিন।। পুবাকাশ
সময়ের পরিক্রমায় দূরত্বটা বাড়ছে
বেড়েছেও বহুদূর
ব্যবধান ঘোচানোর শপথ নিতে গিয়েই।
কাছে আসতে চাওয়ার এই হয়ত অমোঘ নীতি মৌলিকত্বে
চাওয়া-পাওয়ার আকুতি কসুর বাড়ায়।
শেষ মাঘের কনকনে হিমের সকালটাই
আজো বসন্তের আনন্দ ভুলিয়ে রেখেছে।
চারদিকে ফের হিমবাহের আবেশ
অথচ মাঝখানে যে
বসন্ত-গ্রীষ্ম-বর্ষা-শরৎ-হেমন্ত বিদায় জানিয়েছে
বেমালুম ভোলামন এই মৌলিক প্রেমিকের।
ভালবাসা যাকে ছেড়ে যায় এভাবেই সব নিরানন্দ করে যায়।
প্রত্যাবর্তন সূত্রের টানে
কেউ ফেরে, কেউ আবার কখনো ফেরে না।
ফিরতে চেয়েও ফিরে না।
অযুহাত দাঁড়িয়ে যায়।
কিছু অতীত ফিরে ফিরে আসে আর কাঁদায়।
ভালবাসা যাকে ছাড়ে এভাবেই নয়নজল করে ছাড়ে।
দূরত্ব সরণির অক্ষাংশটা আর এভাবেই ব্যাপ্ত হয়,
যেখানে প্রত্যাবর্তনের আশাটা ক্ষীণ হতে ক্ষীণতর ।
নেজাম উদ্দিন: শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।