মুহাম্মদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক
ওমর বিশ্বাস
পুবাকাশ
চারিদিকে কেউ নেই – অসিম ভুবন ভরা অন্ধকার
আলো নেই আশা নেই – আশার ভাবনা ভাবে না কেউ
একমুঠো স্বপ্ন কল্পনায় ভর করে থাকতে পারে – ভাবে না তা কেউ
অপেক্ষার ফেরি হয়ে ভাসতে জানে না কেউ
চাঁদের আলোক এনে বলে দিতে পারে কেউ সম্ভাবনার সুন্দর ভাষা
সে কথা কারোর ভাবনাতেও নেই।
আরবে সাগর তলদেশ থেকে স্বপ্নিল ফেনায় আসতে পারে দিন
গম্বুজের চূড়া ধরে সবুজের ঢেউ অনাবিল অপার আনন্দে খেলা করে
পৃথিবীব্যাপী ছড়িয়ে পরতে পারে রাশি রাশি বিস্ময়ের মন্ত্র
এমন কথাও কারো জানা নেই।
হাত নেই হাত ধরে হাঁটার মতোন
হাতে দেয়া যায় জীবনের বীজ – এমন কথার কোনো মর্ম বুঝ জানা নেই
শান্তির হৃৎ-পকেটে চাষ করা যায় আঁধার বিদুরণের মৌল – জানা নেই
বেঁচে থাকলে জেগে ওঠা যায় জানা নেই।
শব্দহীন কষ্টেরও হাবুডুবু খেতে খেতে দিনাতিপাত সূর্যের রেখা ধরে বেলা যায়
মরুর বুকের তপ্ত ক্ষত রাত্রিতে আবার মিশে যায়
এ ভুবন অসহনীয় অস্থিরতায় মিশে যাযাবরের অঙ্গুলি ধরে হেঁটে চলে পিছন পিছন
সাড়াহীন নিস্তব্ধতার ভিতর উল্টো পথে পিছনের দিকে
যেখানে মানুষ থামাবার কোনো প্রাচীরের কথা জানা নেই
ভাষাহীন শব্দের কথাও বলা নেই –
যেখানে গন্তব্য নেই।
বেলা যায় দিন যায় আাঁধারের ঘনরূপ নুয়ে পড়ে
বিশ্বাসে ঋজুতা নেই মানুষে মানুষে
এমন বেলায় একটা প্রশান্তির বিশ্বস্ততা মাকামের খিল খুলে তা বিশ্বাসে ঋজু হবে
জানা নেই। একজন আসবেন
আসবেন – তা বলা ছিল – কেউ কেউ জানে
কবে আসবেন সে কথা আপামর জনতার জানা নেই।
মুহাম্মদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক –
অভিনব অভিবাদনের এমন এক প্রশস্তিময় ভাষা – কারো জানা নেই।
এমন হৃদয়ভরা নাম আর কারো এখন অজানা নেই
এখন এ কথা বলার মতো কোনো মানুষ নেই।
আমার প্রিয় রাসুল
আমাদের জানা নেই!
আমরা কী আপনার জন্য সৌভাগ্যের সুগন্ধি পাবো!
আপনাকে জানা থেকে আমরা পড়ছি
“আপনার উপর শান্তি বর্ষিত হোক” –
মুহাম্মদ, আপনার উপর শান্তি বর্ষিত হোক।
ওমর বিশ্বাস: নব্বই দশকের কবি ও প্রাবন্ধিক।