সারা গিলবার্ট তোমাকে অভিবাদন

সারা গিলবার্ট এ সময়ের মহীয়সি নারী। উনি অক্সফোর্ড করোনা গবেষণা টিমের প্রধান। তিনি করোনা প্রতিরোধে আবিষ্কার করেছেন ভ্যাকসিন, যা বিশ্বে প্রথম। করোনা মহামারী দেখা দেয়ার পরই তিনি তাঁর টিম নিয়ে অক্সফোর্ডে গবেষণায় নেমে পড়েন। অবশেষে তার টিম সফল হলো। ফলাফলে দেখা গেছে, এই ভ্যাকসিন করোনা প্রতিরোধে সক্ষম এবং মানবদেহের জন্য নিরাপদ।
এখন অপেক্ষা বিশ্ববাসির, কখন পাবে সাধারণ জনগণ এবং কখন বিশ্ব করোনা মুক্ত হবে ; এ লড়াই কবে শেষ হবে! স্যালুট এ মহীয়সি কে। আন্তরিক অভিবাদন তাঁর জন্য।

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন