একগুচ্ছ সাব-অলটার্ন কবিতা


আবু মুসা চৌধুরী


পুবাকাশ


[আবু মুসা চৌধুরী। কবি, অনুবাদক, সাংবাদিক। জন্ম : ২৭ সেপ্টেম্বর, ১৯৫৯। জন্মস্থান :পূর্ব কেশুয়া, চন্দনাইশ, চট্টগ্রাম। বাংলাদেশ ঠিকানা: ৪৪ দক্ষিণ নালাপাড়া, চট্টগ্রাম-৪০০০,পেশা। প্রকাশিত গ্রন্থ: কবিতা-এখন লু-হাওয়া, মুরলী বেজে ওঠো, বিষ, কমা ( , ) সুসমাচার, পরের বাগান (অনূদিত কবিতা)।অনুবাদ গ্রন্থ: পূর্ব-পশ্চিমের গল্প, প্রেমের জন্যে অষ্টম অ্যাডওয়ার্ডের সিংহাসন ত্যাগ। ছড়া, হুল। সম্পাদনা:স্পর্শ। সম্প্রতি তিনি সাব-অলটার্ন ধারার কবিতা চর্চায় মগ্ন হয়েছেন। চার’টি কবি পুবাকাশ পাঠকের জন্য উপস্থাপন হলো। -সম্পাদক। ]

১. লকডাউনের গান

কোনে যাইউম তোঁয়ারঅ বাসাত্
আঁরে বুঝাই ক-অ,
বাস-ট্যাম্পু নচলের ত
রাস্থাত্ আই চ-অ।

মাইবার ভাড়া একশ টেয়া
যোগাড় যদি গরি,
আইবার ভাড়া কন্ ডে পাইয়ুম
জ্বালা পরান ভরি।
তোঁয়ারে চনাবুট-পেঁয়াজু
কেনে হাবাই ক-অ।।

দুনিয়াত্ এক আজব আইস্ সে
কী বল নাম কারোনা,
শান্তি আরার পথত-অ নাই
শান্তি গ্এহন ঘর-ও-না।
ও বন্ধু তুঁই, তঅ ন-কইও
‘আজিয়া তুঁই য-অ।।’

২.টেম্পুওয়ালার গান

টেম্পুওয়ালা, আস্তে চালা

জোরে ন-যাইও,
বাঁধি দিলাম মিডা পান
নিরালতে খাইও।

অউলা অইলে আতিক্কা তুঁই
গঁতৎ পরিবা,
আঁত- ঠ্যাং-গীরা ভাই গেলে।
হঅ- কী-গরিবা!
গার্মটস্ র ওই জোয়ান বেডি
খাপ দি ন-চাইও।।

তোঁয়ার টেম্পু ত এ্যারোপ্লেন
তোঁয়ার টেম্পু রকেট,
ট্রিপর পরে ট্ৰিপ মারিলে
ভরি যাইব পকেট।
সি-বিচ নিবার হতা দিলা
আঁরে কী পাইও!

৩. বৌ

হাইচ্ পিডা খাবাইয়ুম আঁই
তোঁয়ারে কইলজা ডুবাই,
ন-যাইও আঁর মিডা জামাই
আঁরে রাখি ডুবাই।

এনওসি ত আঁই গেইয়ি
আইস্ সে তোয়ার ভিসা,
কইলজার ভুতুর ঢালি দিয়ে
অইনত গলা সিসা।

আধা পেডি খাইয়ুম আঁই
উয়াস থাইককুন নইলে,
মানি লইয়ুম পাড়ার মাইনসে
ফইন্নি আঁরে হইলে।

তোয়ারে বুকত রাহিয়েরে
রাইতত্ সুখর ঘুম,
কী আঁর চাইউম তোঁয়ার কাছে
চাই আদর-চুম।

গাছর তলাত থাইককুম আঁই!
সোনার জেওর ন-চাই,
ডুবাই শঅরত নযাইবা তুঁই
আঁর মাথা ছুঁই ক’ চাঁই।

৪.ন ফিরিবার ঘটে

‘বারির শোভা গাছ-গাছালি
ঘরের শোভা নারী’
আঁর পরানর বন্‌দু কিল্লাই
আঁরে গেলগুই ছারি।

তেঁয়ার কবরত জুনি পােকে
পইত্য রাইত কাঁদে,
পঁ-অলা মন কয় বন্‌দু আইবো
হয়েক মাদান বাদে।

মরুভূমির বয়ার তোঁয়ারে
ডাইকতাম আদর গরি,
তুঁই আছিলা আলগা মানুষ-
তুঁই আছিলা পরি।

বেবাম বারিষার কালে
সায়র তোঁমারঅ পাড়া,
আঁই নাদান ‘মজনু’ ত-অ
ন- ডরাইতায় গাড়া।

তোঁয়ারঅ গাছর গোয়াছি হাইলাম
হাইলাম পোয়ানা আম,
ত-অ-ত অ-বইন ন-পাইলামরে
মহব্বতর দাম।

তুঁই গেলা গই পচিম মিক্যা
আঁই রইলাম পূবে,
জীবন-রসর ভাঁজে ভাঁজে।
চাঁদ-সূর্‌যু ডুবে।

কিল্লাই বন্‌ধু নামি গেলা
ন- ফিরিবার ঘাটে
তোঁয়ার লাই আঁর খরান-শীতত্
উয়াইস্যা দিন কাটে।।

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন