বসন্তের যৌবন ভিজে।। কমরুদ্দিন আহমদ।। পুবাকাশ

বিমূর্ত স্বপ্নের আবর্তন পাইন্যাকচুর ক্ষেতে
লতাময় সবুজ বিন্যাসের অবজ্ঞা অনার্য কচুর প্রতি
আইলে ঘাসের কচিকাঁচা সমাবেশ বলে কবির
হৃদয় বেদনার্ত ।

মাইল মাইল রোপা-বোরোর শ্যামল গিলে
বসন্ত বিকেলে মোসাম্বি রুদ্দুরের শামিয়ানায়
ভালোবাসার সংজ্ঞা বদলে হেঁটে যায় _ নিরব কবি
সাজিনারা পাখা মেলে, মাল্টার শিথানে
শ্বেত-তারকার মেলা, লাউয়ের ডগায় দেখে
যৌবনের খেলা ।

নতুন চরে গজালো কোমলিমা কেশ
সুখে সিক্ত শিশিরের জিভের লালায়।
নবতর পিরিতির রেশ, আবেগ অশেষ
চৈতি হাওয়ায় মাধবীর গা-ঘেঁষে মধুকর
পণ্ডিত-প্রবর, কোকিলের সংসারের দায়
কাকের বাসায়, সন্ধ্যায় আকাশও উল্কা খসায় ।

গালি শুনে ঘর-পোষা জামাই, নেই যার কামাই
ভালোবাসা বগলদাবা করে আনমনে ঘুরঘুরে
বসন্তের যৌবন ভিজে রাতের কুয়াশায় ।

কমরুদ্দিন আহমদ: কবি ও প্রাবন্ধিক।

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন