কবিতা : নায়িকা কবরী স্মরণে


এক ঝুড়ি হাউজ ফুল।। এবিএম সোহেল রশিদ।।পুবাকাশ


জানি তুমি বাঁধন কেটে যাবার পর আর কেউ মিষ্টি করে হাসবে না 
নিয়ে যাবে না কেউ বেগুনি হিজল ফুলের আবীর ছোঁয়াতে
পড়াবে না কেউ রক্তে কেনা বর্ণমালা ক খ গ ঘ ঙ
চোখের পলকে নীল আকাশ ছোঁবে না কোনো হরিণী
আর কোনো নগ্ন পা মারাবে না তিতাস নদীর বাঁকে বাঁকে।

ফ্রেমবন্দী হাসি একদিন ঝড় তুলবে সোনালি সময়ের দরজায়
আঙুল তুলে জানতে চাইবে ব্যর্থতার খতিয়ান 
অজগরের মতো গিলেছে যারা সবাক চলচ্চিত্রের সূতিকাগার 
তাদের বুকের পাঁজর ভাঙবে! ভাঙবে অপসংস্কৃতির দেয়াল।

তোমার হীরক উজ্জ্বল ছায়া আবার দেখাবে সূর্যোদয়ের পথ
মুক্তিযুদ্ধ যেমন করে ধ্বংস করেছে জলপাই রঙ 
তোমার চোখের অনুচ্চারিত বক্তৃতা ঘুঁচিয়ে দেবে সেসব বন্ধ্যাত্ব 
আবার গৌরবের আঙিনা সরব করবে লাইট ক্যামেরা একশন।
তুমি তারা হয়ে হাসবে; আর পাঠাবে এক ঝুড়ি হাউজ ফুল


এবিএম সোহেল রশিদ : কবি। 

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন