কবিতা
ক্ষণিকের ওপার।। রিয়া সাহা অর্পা ।। পুবাকাশ
গতকাল ওপারে অজান্তে খানিক পাড়ি দিয়েছিলাম,
অবাক হয়ে কিছু মুখোশ দেখলাম,
কিছু নিস্তব্ধ চিৎকার শুনলাম,
বোধ হলো সত্যই জগৎ বদলেছে,
অভিনয় রাজ্য ছেড়ে শুদ্ধ রাজ্য হৃদয় চিনেছে,
চেনা হাত ছেড়ে আসা হাত ভয়ে কুঁকড়ে গেছে,
মুখোশের পারদর্শিতা দেখতে
আরো মন ফিরতে চাইছে,
ওপারে ক্ষণিক ক্ষণের গমন তবে
আমায় দিশা দিয়েছে,
নয়ন অত্র আসলরূপে মেলে চলতে শিখিয়েছে,
ধোকার বলি হওয়া আমার নিকট যে দুষ্কর করেছে,
ঐ যে সে,
যাকে লোকে দুঃস্বপ্ন বলছে।
রিয়া সাহা অর্পা: তরুণ কবি।