কবিতা

গরীবি।। সৈয়দ আহমদ শামীম।। পুবাকাশ

(বকেয়া মজুরি চেয়ে মরে গেছে যেসব বোকারা, তারা কি গরীব শহীদ) 

স্বাধীনতায় লস নেই
স্বাধীনতা যদি আমাকে অসভ্যের মতো ডেকে নিয়ে হত্যা হতে বলে
আমি স্থির করেছি সন্তান ও তার বন্ধুদের ডেকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে-পানিতে ডুবিয়ে ধরে হত্যার মতো গুম নয়- রাজপথে রক্ত স্মারক রেখে খুন হয়ে যাবো

 

 

আমিতো ব্যবসায় হালাল গণ্য করি আর অন্তহীন লাভজনক
আমার সন্তানের মা’কে বলে যাব, চুলার আগুনে একবার দুবার খাবারের কড়াই পুড়ে যেতে পারে যেতেই পারে – তোমার প্রকৃত কাজ ব্যবসায় ধরে রাখা

যদি ছেলেপিলে তলেতলে অগম্যা গমন করে
যদি প্রতিবেশী বউঝি গেরুয়া কালাম হতে পাঠ নিয়ে আসে

যদি জনপদ বিবেক বন্ধকি রেখে শিল্পের পৌত্তলিকি করে

যদি শরাপুরোহিত বেদাতবেদাত বলে রাত্রির আকাশ আরও বিহ্বল করে দিয়ে রাজশামিয়ানার নীচে জিল্লতির জীবন কাটায়

তুমি বলে দিও তুমিও তাদের নও
যদি আয়ু নির্ধারণ করে আসে, বলো
পানিতে ডুবিয়ে ধরে হত্যার মতো গুম নয় প্রকাশ্য দিবালোক অজস্র হীনবল ধূর্ত গোপন হায়েনার চোখ
রাজপথ রক্ত স্মারক দেখুক

সাহস অমিত নয় তবু মিথ্যার হাতে মনুষ্য-নির্ধারণ মৃতের ব্যবসায় আমি হালাল গণ্য করি

সৈয়দ আহমদ শামীম: কবি ও চিন্তক।

 

মন্তব্য করুন

এখানে মন্তব্য লিখুন
এখানে আপনার নাম লিখুন