এজ দি নাইট ফলস
ইতোমধ্যেই ২২টি এওয়ার্ডে ভূষিত
পুবাকাশ
জারিন তাসনিম মুমু। গেল ফেব্রুয়ারী ২০২১ প্রকাশিত হয়েছে ইংরেজী ভাষায় তার প্রথম রহস্য উপন্যাস – এজ দি নাইট ফলস। যা ইতোমধ্যেই বাইশ (২২) টি অনলাইন এওয়ার্ডে ভূষিত হয়েছে। বর্তমানে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। বাবা খ্যাতিমান চিত্রশিল্পী মোমিন উদ্দীন খালেদ। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার হাইদচকিয়া গ্রামের মহব্বত আলি মুন্সি বাড়ির বিশিষ্ট সমাজসেবক মরহুম মোহাম্মদ আলমগীর চৌধুরীর নাতনি সে।
বাইশ (২২) টি অনলাইন এওয়ার্ডে ভূষিত হওয়া এ রহস্য উপন্যাস মুলতঃ পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত পুলিশ হেডকোয়ার্টারে তিন জন আগন্তুকের আগমন রহস্য উন্মোচন নিয়ে। পঞ্চাশ হাজার (৫০০০০) শব্দের এ উপন্যাস আপনিও চাইলে পড়তে পারবেন ওয়াটপ্যাড অ্যাপ্সে। লিংকটি নীচে সংযুক্ত হলো:
পুবাকাশ ডেক্স: